সৌগতবাবুকে নাম না করে কলার ধরে জুতো মারার হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ

Dilip Ghosh

ধুমসো একটা সাংসদ আছে তৃণমূল কংগ্রেসের। খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবেন না। আপনার কাপড় খুলে নেবে এখানকার মানুষ। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে এখানে গাছের নিচে বেঁধে জুতো মারব। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার।’

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির কথায়, ‘ডিসেম্বর মাসে এই সরকার কার্যত আর থাকবে না। ২০২৪ সালে বিধানসভা ও লোকসভার নির্বাচন একসঙ্গে হবে। দেখতে থাকুন।’

‘সরকারের কোনও ভরসা নেই। সে পদ্ম পাতায় জলের মতো। এই আছে এই নেই। আমরা মধ্যপ্রদেশে হেরে গিয়েছিলাম। কিন্তু, ৬ মাস পরে সরকার আমাদের হয়ে গেল। কর্নাটকে হেরে গিয়েছিলাম, সরকার আমাদের। মহারাষ্ট্রে হেরে গিয়েছিলাম। কিন্তু এখন সরকার আমাদের। তোমাদের তো দেড় বছর হয়ে গিয়েছে। অনেক করেছ। যাও এবার বাড়ি যাও। ঘুম পেয়েছে বাড়ি যাও। আমার মনে হয় নির্বাচন করতে হবে না, সরকার এমনিই হয়ে যাবে।’

এইদিনই আবার সৌগতবাবুকে নাম না করে কলার ধরে জুতো মারার হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। এদিন দিলীপবাবু বলেন, ‘চিরদিন সবার সময় সমান থাকে না। ভেবে চিন্তে কথাবার্তা বলা উচিত। ভাবছেন আমরা মায়ের দুধ খাইনি। জল খেয়ে বড় হয়েছি? এরকম যারা করেছে, তাঁরা মনে করছেন আমরা সুদে আসলে শোধবোধ করতে পারি না? তুলে নিয়ে এসে এখানে অশ্বত্থ গাছের তলায় জামা কাপড় খুলতে পারি। জুতোপেটা করতে পারি। ওই মোটা, কালো, ধুমসো একটা সাংসদ আছে তৃণমূল কংগ্রেসের। খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবেন না। আপনার কাপড় খুলে নেবে এখানকার মানুষ। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে এখানে গাছের নিচে বেঁধে জুতো মারব। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার।’