হাইকোর্টে ধাক্কা অনুব্রতর, ‘উনি প্রভাবশালী ব্যক্তি ‘, অনুব্রতকে জামিন না দিয়ে বললেন হাইকোর্টের বিচারপতি

‘‌অনুব্রত অনেক বেশি প্রভাবশালী’‌, এদিন জামিন না দিয়ে আদালতে একথা বললেন হাইকোর্টের (High Court ) বিচারপতি।

আজ, শুক্রবার শুনতে হল অনুব্রত মণ্ডল অনেক বেশি প্রভাবশালী। আর তাতেই জামিন নিয়ে বিপাকে পড়লেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। ‘প্রভাবশালী তকমা’ বিচারপতির মুখ থেকে শুনতে হওয়ায় জামিন আপাতত মিলল না। এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।

শুক্রবার মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর (Justice Bagchi) ডিভিশন বেঞ্চ বলেন, ‘শুধু কয়েকজন সাক্ষী নন এক্ষেত্রে বিচারকও হুমকির শিকার! সুতরাং অনুব্রত মণ্ডল অনেক বেশি প্রভাবশালী এটা স্পষ্ট।’

এই শুনে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘এই মামলায় অভিযুক্ত এনামুল হক জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। জামিন দেওয়া হয়েছে সতীশ কুমারকেও। যিনি এই মামলায় অন্যতম অভিযুক্ত।’

আইনজীবী কপিল সিব্বল এদিন প্রশ্ন তোলেন, প্রথমে অনুব্রতকে সাক্ষী দেখানো হয়েছিল। পরে অভিযুক্ত হিসেবে দেখানো হয়। নিম্ন আদালতে আর্জি শোনা হয়নি। এখন দিল্লিতে নিয়ে যেতে চাইছে ইডি। পাল্টা সিবিআইয়ের আইনজীবী এসভি রাজু বলেন, জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়েছে অনুব্রতকে। তাঁকে রিমান্ড দিয়েছে নিম্ন আদালত। যদি বেআইনিভাবে গ্রেফতার করা হয়, তাহলে নিম্ন আদালত কেন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেবে? এই বক্তব্যের বিরোধিতা করেন কপিল সিব্বল। তিনি বলেন, এই তথ্য ঠিক নয়। আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, টাকা তছরূপের অভিযোগ থাকলে আয়কর দফতরে যাওয়া দরকার।