ঘুরে আসুন গরুমারা অভয়ারণ্যে, 𝐒𝐡𝐲𝐚𝐦𝐚𝐥𝐢 𝐄𝐜𝐨 𝐑𝐞𝐬𝐨𝐫𝐭-এ

ঘুরে আসুন গরুমারা অভয়ারণ্যে

Tripsaround.in 

ঘুরে আসুন গরুমারা অভয়ারণ্যে, অরন্যের রোমাঞ্চকর পরিবেশে থাকুন বিলাসবহুল 𝐒𝐡𝐲𝐚𝐦𝐚𝐥𝐢 𝐄𝐜𝐨 𝐑𝐞𝐬𝐨𝐫𝐭-এ

মূর্তি নদীর একদম পাশে চা বাগানের কোলে অবস্থিত এই রিসোর্ট, ব্যালকনি থেকেই একদিকে পাহাড় ও আরেকদিকে মূর্তি নদীর সাথে চা বাগানের অপূর্ব ভিউ আপনার মন মোহিত করে তুলবে।
ঘুরে আসুন গরুমারা অভয়ারণ্যে

সাইড সিন ভোরবেলা সেরে নিতে পারেন গরুমারা অভয়ারণ্যে জঙ্গল সাফারি বা চাপড়ামারি ওয়াচটাওয়ার থেকে ভিউ, এরপরে বেড়িয়ে পরতে পারেন ৭পয়েন্ট- ঝালং,বিন্দু,সুলতানিখোলা,সামসিং,রকি আইল্যান্ড ইত্যাদির উদ্দেশ্যে।

বিকেলে ফিরে এসে চাইলে লোকাল অধিবাসীদের দ্বারা লোকনৃত্যের আনন্দ নিতে পারেন অথবা ব্যাঙ্কয়েট হলে বসে গানবাজনার মাধ্যমে নিজেদের মনোরঞ্জন ও করতে পারেন।

দ্বিতীয় দিন বেড়িয়ে পড়ুন লাভা ,রিশপ, লোলেগাও এর উদ্দেশ্যে, পরেরদিন সকালে জলদাপাড়া অভয়ারণ্য বা বক্সা জয়ন্তি থেকেও ঘুরে আসতে পারেন,এছাড়া লোকাল সাইডসিনে – গরুবাথান, আপার ফাগু, মেটলি, চা বাগান, চাপড়ামারি, লাটাগুড়ি মহাকাল মন্দির ঘুরে আসতে পারেন।

ঘরের বাবস্থা আছে ২জন/৪জন,৬-৮ জন থাকার মতো 𝗗𝗲𝗹𝘂𝘅𝗲 রুমের সুব্যাবস্থা আছে। এছাড়া নবনির্মিত বিলাসবহুল ব্যাঙ্কয়েট হল সম্পূর্ণ এয়ার কন্ডিশন্ড, এবং সাউন্ডপ্রুফ,এখানে আপনারা ৬০-৭০ জনের জন্যে নিজেদের জন্মদিন পার্টি,প্রি-ওয়েডীং,কর্পোরেট মিটিং সহ নানান অনুষ্ঠান আয়োজন করতে পারেন।

জিভে জলআনা খাবারের স্বাদ নিতে রিসোর্টের নিজস্ব Multi Cuisine রেস্টুরেন্ট আছে, এছাড়া সন্ধায় আছে বনফায়ারের ব্যাবস্থা,চিকেন বারবিকিউ এর সাথে সন্ধেবেলা আপনার দারুন কাটবে

ফোন -75858 18750