বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ থেকে পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত সব মামলা সরানোর দাবিতে তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভ কলকাতা হাইকোর্টে

বিচারপতি রাজশেখর মান্থা

উল্লেখ্য, পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত সব মামলার শুনানির দায়িত্ব কয়েকদিন আগে বিচারপতি রাজা শেখর মান্থাকে দিয়েছেন প্রধান বিচারপতি৷ সঙ্গে সিবিআই ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যুক্ত মামলা শোনার দায়িত্ব ও তাকেই দেওয়া হয়েছে। তারপর থেকেই শাসক দল পন্থী আইনজীবীরা বিক্ষোভ শুরু করেছেন বেঞ্চ পরিবর্তন করার দাবিতে।

তাঁদের দাবি, সেই মামলাগুলি দ্রুত বিচারপতি মান্থার বেঞ্চ থেকে সরাতে হবে ৷ আর এই দাবিতে আজও ওই আইনজীবীরা বিচারপতি মান্থার বেঞ্চ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ বিষয়টি নিয়ে এ দিন অন্যান্য আইনজীবী সংগঠনগুলি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন ৷

আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘‘বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে ঢোকার ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি করা হচ্ছে৷ আমি প্রধান বিচারপতিকে বলেছি কোর্ট রুমের বাইরে যা ঘটছে, তার ভিডিয়ো রেকর্ডিং করা হোক ৷এদিন প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা পরস্পরের মধ্যে সমন্বয় বজায় রাখুন ৷ বার অ্যাসোসিয়েশন এবং বেঞ্চের মধ্যে সুসম্পর্ক রাখুন ৷ যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে ৷’’