অভিষেকের স্ত্রী রুজিরা আটব্যাগ সোনা কেনে ব্যাংককের ব্যাঙ্কের টাকা দিয়ে! গুরুতর অভিযোগ শুভেন্দুর

Suvendu

গতকাল হাওড়ায় BJP র মিছিলে মিছিলে হাঁটার সময় অভিষেক এবং রুজিরার একের পর এক দুর্নীতি তুলে ধরেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি কয়লা কাণ্ডে বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগসূত্র রয়েছে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এবার তৃণমূল নেতাকে পাল্টা আক্রমণ করে বসলেন শুভেন্দু।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আনেন শুভেন্দু। ব্যাঙ্ককের ব্যাঙ্কের একটি চেক দেখিয়ে সেটি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করেন বিজেপি নেতা।

শুভেন্দু বলেন, “ব্যাঙ্ককে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ছিল রুজিরা। ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে সেখানে গিয়ে ওই অ্যাকাউন্টটি বন্ধ করেন তিনি। এরপরই রুজিরা তাঁর বোন মেনকা গম্ভীরের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে দেন। ওদের উদ্দেশ্য ছিল, পরে লোকসভা ভোটের আগে সেই টাকা দিয়ে সোনা কেনা হয় । যে সোনা নিয়ে আসার সময় দমদম এয়ারপোর্টে কাস্টম ধরে। একটা ব্যাগের চেইন খুলে দেখা যায় ব্যাগ ভর্তি সোনা । আরও সাতটি ব্যাগ ছিল । তখন বিধাননগর কমিশনারেটের কমিশনার জ্ঞানবন্ত সিং 200 পুলিশ নিয়ে গিয়ে ব্যাগগুলিকে নিয়ে আসে । এরপর গ্রিন করিডর করে ছোড়দার দোকান ভেঙে যে বাড়িটা হয়েছে সেখানে পৌঁছে দেওয়া হয়

সম্প্রতি কয়লা কাণ্ডে বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) যোগসূত্র রয়েছে বলে গত শুক্রবার দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই প্রসঙ্গে শুভেন্দু এদিন বলেন, “আমার ফোন নম্বরে ফোনে কথা হয়েছে সেটা প্রমাণ করুক আগে ।গলা তো মিমিক্রি করা যায় । আমার ফোন নম্বর দেখাতে বলুন । তাহলেই তো সব প্রমাণ হয়ে যাবে । গলা তো নকলও করা যায় ।এরপরই শুভেন্দু তার নিজের মোবাইল নম্বর বলে দাবি করেন আমার নাম এই নম্বর থেকে কল হয়েছিল । আমি জবাব দেব প্রমাণ দিক আগে । আমিও এজেন্সিকে বলব বিনয় মিশ্র কোথায় আছে ভাইপো সব জানে ৷ বিনয়ের ভাই বিকাশ মিশ্র জেলে আছে । ভাইপোর সঙ্গে প্রতিদিন সন্ধ্যে সাতটার সময় কথা হয় বিকাশের