স্বনামধন্য শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বর্ণপরিচয়ের স্রষ্টা, ‘বিদ্যাসাগর’ শ্রী ঈশ্বরচন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়ের আজ জন্মজয়ন্তীতেBENGAL DAILYর বিনম্র শ্রদ্ধাঞ্জলি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের আজকের দিনে (২৬ সেপ্টেম্বর) মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।

দেশকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পেছনে যিনি আছেন, একডাকে যার নাম উচ্চারিত হয় তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
তিনি ছিলেন উপমহাদেশের একজন শ্রেষ্ঠ শিক্ষা সংস্কারক।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিংকওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটিই ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত।
তিনি ব্যক্তিগত উদ্যোগে ১৮৫৮ খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে নদীয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় ৩৫টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা আমাদের আধুনিকতার চূড়োর মানুষ রূপে তাকে পরিচয় করিয়ে দেয়। প্রায় ১ হাজার ৩০০ ছাত্রী এই স্কুলগুলোতে পড়াশোনা করত।

১৮৯১ সালের ২৯ জুলাই বাঙালির এই শ্রেষ্ঠ কর্মযোগী মানুষটি পরলোকগমন করেন।