“মমতা সরকার আমাদের এইচআর-এর টাকা ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ কমিয়ে ১২শতাংশ করেছে। সেটাই ডিএ বলে চালাচ্ছ, অভিযোগ অনশনরত রাজ্য সরকারি কর্মচারীদের।

আন্দোলনরত সরকারি কর্মী মমতা সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা পাটীগণিত বুঝিয়ে দেব ওকে, ৩ শতাংশ দিয়ে ৩৯ শতাংশকে ঢাকা যায় না। আমাদের দাবি যতক্ষণে না আদায় হচ্ছে, লড়াই চলবে।” আরেক এক আন্দোলনরত কর্মীর বলেন, “আমাদের ৩৯ শতাংশ ডিএ সুদ সমেত ফেরত দিতে হবে। আমরা ভিক্ষার জন্য এখানে সংসার, বাড়িঘর ছেড়ে বসিনি।”

“সরকার আমাদের এইচআর-এর টাকা ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ কমিয়ে ১২শতাংশ করেছে। সেটাই ডিএ বলে চালাচ্ছে। আসলে আমরা কোনও ডিএ-এই পাচ্ছি না। আমরা ৩৯ শতাংশ ডিএ চাই।

রাজ্য সরকারি কর্মচারীরা দাবি করেছেন, প্রাপ্য ডিএ না পেলে তাঁরা পঞ্চায়েত ভোটেও কাজ করবেন না৷ আন্দোলন চালিয়ে যাওয়া এবং কর্মবিরতির হুমকি দিয়ে রেখেছেন আন্দোলনরত সরকারি কর্মীরা৷