সোদপুরের রেললাইনের ধার থেকে উদ্ধার হল অজগর সাপ

শুক্রবার সকালে সোদপুর ৮ নম্বর রেলগেটের পাশ থেকে একটি অজগর সাপের দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়েই মৃ্ত্যু হয়েছে ৮ ফুটের অজগর সাপটির। সোদপুরের মত এত ঘনবসতিপূর্ণ এলাকায় অজগর সাপ কীভাবে এল, তা নিয়ে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার সকালে ডাউন শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তখনই রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিল অজগর সাপটি। লাইনে কাটা পড়ে মৃত্যু হয় ৮ ফুটের সেই অজগর সাপটির।

জনবহুল এলাকা। রেললাইনের পাশ দিয়ে টানা বস্তি এলাকা। পাশেই একাধিক ঝুপড়ি দোকান। এত ভিড়ভাট্টা এলাকায় কি কখনও থাকতে পারে অজগর সাপ? কিন্তু শুক্রবার রেললাইনের পাশ থেকেই উদ্ধার হল একটি অজগর সাপের দেহ।