‘‌আমি শেক্সপিয়রের হ্যামলেট হয়ে থাকব না’, আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

আজ, সোমবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌রাজ্যে আইনগত বা সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে, আমি কিন্তু শেক্সপিয়রের হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না।’‌ কার্যত রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত বেঁধেছে। কিছু দিন আগে রাজভবনের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটও করেন। তারপরই ব্রাত্য বসু রাজ্যপালকে ‘মত্ত হস্তী’র সঙ্গে তুলনা করেন। বাংলার এই পরিস্থিতিতে আজ রাজ্যপাল বলেন, ‘‌আইনগত বা সাংবিধানিক, কোনও সংকট তৈরি হলে আমি শেক্সপিয়রের হ্যামলেট হয়ে থাকব না। টু বি অর নট টু বি, পথের সন্ধান দেবে শিক্ষা।’‌