‘বুড়িমার বোম নিষিদ্ধ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে পিসিমার বোম ফাটছে।’ শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

খিদিরপুরের জগন্নাথ মন্দিরে রবিবার আক্রান্ত ২৮টি পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দিয়ে নাম না করে নৈহাটি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাংলার একাধিক জায়গায় বোমাবাজির জেরে শিশুদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা নিয়ে বিজেপি নেতার বক্তব্য, ‘বুড়িমার বোম নিষিদ্ধ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে পিসিমার বোম ফাটছে।’ একের পর এক বোমা উদ্ধারের ঘটনা এবং নৈহাটিতে তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়েই শাসক দলকে আক্রমণ করলেন তিনি। প্রত্যেকেই জীবন হাতে নিয়ে কাজ করছে। কখন কোথায় বিস্ফোরণ হবে কেউ জানে না।

পাশাপশি, মূল অভিযুক্তদের পুলিশ ছেড়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন নন্দীগ্রাম বিধায়ক। তিনি বলেন, মোমিনপুরের মূল অভিযুক্তকে কলকাতা পুলিশ ছেড়ে দিয়েছে। এই পরিস্থিতি থেকে একমাত্র উদ্ধার করতে পারে এনআইএ। সঠিক তদন্ত করে কড়া ব্যবস্থা নিলেই জনগণ শান্তিতে থাকতে পারবে।