রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকার নয়ছয়ের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে! নির্দেশ পেলেই তদন্তে প্রস্তুত CBI

রাজ্য সরকার কোনো হিসাব দিতে পারছে না প্রায় ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার।

কেন্দ্রের পাঠানো বিভিন্ন প্রকল্পের টাকা রাজ্য সরকার নয়ছয় করেছে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ তিন ব্যক্তি আদালতে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেন কেন্দ্রের টাকা রাজ্য করেছে। তারা সিবিআই তদন্তের দাবি জানান ।মামলাকারীদের অভিযোগ, রাজ্য সরকার হিসাব দিতে পারছে না প্রায় ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার

বর্তমানে একাধিক দুর্নীতির মামলায় বিধ্বস্ত। এরই মধ্যে প্রশ্ন উঠছে কেন্দ্রের পাঠানো টাকার হিসাব নিয়ে। কেন্দ্রের (Central Government) টাকা কিভাবে কোথায় খরচ হয়েছে এবার হয়তো আদালত সেই হিসাব দেওয়ার জন্য রাজ্যকে বেঁধে দিতে পারে সময়। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়েছেন আদালতে নির্দেশ পেলে সিবিআই (CBI) তদন্ত করতে প্রস্তুত।

এ প্রসঙ্গে বিচারপতি ভরদ্বাজ বলেন, কেন রিপোর্ট প্রকাশ করা হয়নি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত? কিভাবে সেই সময় টাকা খরচ হয়েছে? এর উত্তরে এজি জানান, এ বিষয়ে জানতে চাইলে বিধানসভার দায়িত্ব প্রশ্ন ওঠে। এমতাবস্থায় আদালত চাইলে বিধানসভাকে মামলায় যুক্ত করতে পারে।