সাগরদিঘীতে হারের জের? মমতা ডানা ছাঁটল ফিরহাদের

 

সাগরদিঘী উপ নির্বাচনের ফল প্রকাশের পরই প্রশ্ন ওঠে, সংখ্যালঘুরা কি মমতা বিরোধী হচ্ছে ? তার জেরেই সোমবার মন্ত্রিসভার আলোচনায় উঠে আসে সেই প্রসঙ্গ। কোথায়, কী অসন্তোষ তৈরি হয়েছে, তা জানতে সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিনদের দায়িত্ব দিয়েছেন মমতা ।

আর সাগরদিঘী উপ নির্বাচনের ফল দেখেই মমতা বাবি হাকিমকে সরালেন ফুরফুরা শরিফের (Furfura Sharif) উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে। তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে চেয়ারম্যান করা হল ফুরফুরা শরিফের। আজ বুধবারই বিধায়ক ইমামদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। তৃণমূলের দলীয় সূত্রে জানা যাচ্ছে, চেয়ারম্যান বদলের এই সিদ্ধান্ত নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়