কোর্টের আদেশ উপেক্ষা করে, পুলিশ অনুব্রতে সাথে মিটিং করালো তিন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে

আজ দোল। দোলের দিনই দিল্লিযাত্রা (Delhi) অনুব্রত মণ্ডলের। মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বের করা হয় অনুব্রতকে। এরপর জেল কর্তৃপক্ষের গাড়িতে করে কলকাতার (Kolkata) উদ্দেশ্যে রওনা দেয়।

মাঝপথে বর্ধমানের শক্তিগড়ে প্রাতঃরাশ করেন অনুব্রত। এই সময় অনুব্রতর টেবিলে দেখা যায় তিনজন ব্যক্তিকে। যারা অনুব্রতর দেওয়া কিছু নির্দেশ শুনছিলেন। এখন প্রশ্নও হলো ের করা ? কিভাবে রাজ্য পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে এই তিনজন অনুব্রতর সাথে শলাপরামর্শে লিপ্ত হলো ? যেখানে কোনো সাংবাদিকদের ঢুকতে দেওয়া হলো না , সেখানে রাজ্য পুলিশ এদের কোন আইনে ঢুকতে দিলো ?

কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছিল যে কারোর সাথে অনুব্রত মিটিং করতে পারবে না। কারণ অনুব্রত প্রভাবশালী। উনি জেলে বসেই সব কিছু করছেন।
এই ব্যপারটা রাজ্য পুলিশ কে দেখতে হবে।

এরপর সকাল ১১.০৮ মিনিটে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পৌঁছয় অনুব্রত। তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভবপর কিনা। চিকিৎসকরা ফিট সার্টিকিকেট দিলে তাঁকে জেল কর্তৃপক্ষ ইডির হাতে তুলে দেবে। এরপর বিমানে অনুব্রতকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন ইডি আধিকারিকরা।