মমতা কেন cesc র বিদ্যুতের মূল্য বৃদ্ধি কমানোর ব্যাপারে কোনোদিন উদ্যোগী হননি

২১ জুলাইয়ের ডিল

কেন বিদ্যুতের দাম বাড়া নিয়ে মমতা টু শব্দ কোনোদিন করেন না ? মমতা কেন cesc র বিদ্যুতের মূল্য বৃদ্ধি কমানোর ব্যাপারে উদ্যোগী হননি?

 ২০০৭ সাল । মমতা cesc র ভিক্টোরিয়া হাউস মুখো আন্দোলনের ডাক দিয়ে প্রতিবাদ মিছিল করেছিলেন ।
তার ঠিক পরের দিন মমতার সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা কথা বলতে চাইলেন । দ্রুত তার ব্যবস্থা হলো।

নিউ আলিপুরে নির্জনে সঞ্জীব মমতার সঙ্গে বসলেন । পাক্কা ১ ঘন্টা ৪৫ মিনিটের এর বৈঠক ।
এই ঘটনার পর ১৪ বছর কেটে গেছে । তারপর ২০২২ পর্যন্ত একবারও মমতা ভুলেও বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে কোন শব্দ উচ্চারণ করেননি ।

কি কথা হয়েছিল ? ২১ জুলাইয়ের ডিল । আড়াই কোটি প্রতি বছর ধর্মতলায় সভার জন্য দেবেন সঞ্জীব, মমতাকে । তার জন্য বিদ্যুতের দাম নিয়ে আর কোন কথা বলা চলবে না । মমতা কথা রেখেছেন । এই আড়াই কোটি সাম্প্রতিক কালে বেড়ে হয়েছে সাড়ে তিন কোটি । ১০ বছরে বিদ্যুতের দাম ১৪ বার বেড়েছে। মমতা সবটা জানেন। কিন্তু চুপ থেকেছেন।
২১ জুলাইয়ের বৈভবে তাই কোনোদিন টান পড়েনি । এবারেও পরেনি। শোনা কথা এবারে বাজেট ৪৫ কোটি ।
বিদ্যুতের দাম যাই হোক । যতই হোক । দিদি সঞ্জীব গয়েঙ্কার কথা রেখেছেন।