ত্রিপুরা, মেঘালয় তে তৃণমূল ধুয়ে মুছে সাফ হবার পর, নিজের অবস্থান বুঝে মমতার বড় ঘোষণা, একা লড়বো লোকসভা ভোটে

মুখ্যমন্ত্রী মমতার ঘোষণা, লোকসভা ভোটে তৃণমূল একা লড়বে। কংগ্রেস কিংবা সিপিএমের সঙ্গে হাত মেলানোর কোনও প্রশ্নই নেই।

এখন প্রশ্ন হলো, হঠাত কেন এই সিদ্ধান্ত ?

কোনো বড় রাজনৈতিক দল মমতার সাথে জোটবদ্ধ হতে আগ্রহী নয়, আঞ্চলিক দলগুলি শুধুমাত্র মমতার সাথে জোটবদ্ধ হবে টাকার স্বার্থে। যে দুর্নীতি মমতার সরকারের প্রকাশ পেয়েছে এবং আরো পাবে, তার জন্য কোনো দলই মমতার সাথে থেকে চোর বদনাম নিতে চাইছে না। মমতা এক লড়ার সিদ্ধান্ত নেয় নি, কোনো রাজনৈতিক দলই এই দুর্নীতি গ্রস্থ মহিলার সাথে হাত মিলিয়ে দুর্গন্ধ করতে চাইছে না ,বলেই বিশিষ্টি রাজনীতিবিদদের ধারণা।

ত্রিপুরা, মেঘালয় তে তৃণমূল ধুয়ে মুছে সাফ হবার পর মমতা বুঝে গেছেন রাজনীতিতে তার অবস্থান। আগেভাগেই তাই ঘোষণা করলেন যে তিনি একা লড়বেন। আসলে তিনি রাজনীতিতে একা হয়ে গেছেন , এটা তিনি ভালো করেই বুঝেছেন। একজন দুর্নীতি গ্রস্থ মহিলার হাত ধরে কেউ নিজের দলকে ডোবাতে চাইবে না, বা বদনাম করতে চাইবে ন, এটাই স্বাভাবিক। সুতরাং তাকে একা লড়তেই হবে এবং মানুষ তাতে রায় দেবে।