শিশিরের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷

আগামী ১২ অক্টোবর বেলা সাড়ে বারোটায় দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কাঁথির প্রবীন সাংসদকে৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের সভামঞ্চে দেখা যায় কাঁথির তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারীকে। তখনও তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়েননি। এরপরই শিশিরের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই টানাপোড়েন চলছে। এই মর্মেই শিশিরকে সমন পাঠিয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটি৷

শিশির অধিকারী বিজেপি-তে যোগ দিয়েছেন, এই দাবি করে তাঁর সাংসদ পদ খারিজ করার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেয় তৃণমূল৷

আর কাঁথির প্রবীন সাংসদ বলেছেন যে ‘চিকিত্সকদের পরামর্শ নিয়েই বেঁচে আছি। প্রতিটি পদক্ষেপ করতে হয় চিকিত্সকদের পরামর্শ মেনে। তাঁরা অনুমতি দিলেই নয়াদিল্লি যেতে পারব। আর না হলে পারব না।’‌