গোমাংস খাওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফের হিন্দু ভাবাবেগে আঘাত, ভোটলোভী এদের জন্য হিন্দু ধর্মকে বারবার রক্তাক্ত হতে হচ্ছে

 

বহুবার হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে কলকাতার এই প্রাক্তন মেয়রের বিরুদ্ধে।

কলকাতার ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস খেয়েছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর সঙ্গে শহরের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিও দোসর ছিলেন। বিকাশবাবুকে সেই মাংস মুখে তুলে খাইয়ে দিয়েছিলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার।

এবার আঘাত হানলেন শিবাজি, রাম, হনুমানের ওপর। বিশেষ একটি ধর্মের ভাবাবেগে আঘাত কেন তিনি বারবার করছেন ?

সামনে ভোট, একটি বিশেষ সম্প্রদায়ের ভোট করায়ত্ত করার জন্যই হিন্দু ধর্মকে গালাগালি দেওয়া।

শুধুমাত্র ভোটার লোভে বিশেষ সম্প্রদায়ের উপাচার তারা বারংবার মেনে নিচ্ছেন। আর হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন এই বাম নেতা। তিনি লেখেন, ‘গর্ভাবস্হায় নারীদের হনুমান,রাম,শিবাজী র গল্প পাঠ সহ বেদ উপনিষদ পাঠ পরিকল্পনার সিদ্ধান্তের মূল ভিত্তি হল অবৈজ্ঞানিক কল্পকাহিনী কে বিশ্বাস করা| মানবজনম সৃষ্টির ঐশ্বরিক ক্ষমতার তত্ত্ব বাতিল করে দিয়ে ডারউইনের তত্ত্ব এখন সর্বজন স্বীকৃত।’

কিন্তু কথা হচ্ছে , যে ডারউই এমন কোনো তত্ত্ব পেশ কারনেন নি , যেখানে নিজের ধর্মের কথা দুকান দিয়ে শোনা বারণ।

আর রাম , শিবাজী কোনো কল্প কাহিনী নয় , এর সত্যতা সীকৃত।

মাতৃসম্ভবা নারীদের পুষ্টিকর খাবার ও সুস্থ স্বাধীন পরিবেশ দিলেই সুস্থ সবল সন্তান জন্ম নেবে।’ বিকাশ রঞ্জনের এই ধারণে মন্ত্যবের যৌক্তিকতা স্বীকার্য ন। অনেক ধনী পরিবারেও সুস্থ সন্তান জন্ম নেয় না , পুষ্টিকর খাবার ও সুস্থ স্বাধীন পরিবেশ থাকা সত্ত্বেও।

নিজের ধর্মকে যে ঘৃণা করে তার কাছে তো নিজের ধর্মের কথা শোনাও পাপ ।

এই লোকটাই প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করেছিলেন। যা নিয়ে সাধারণ লোকেরা তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে ।