SSC scam: জেলেই চন্দনকে বিষ ইনজেকশন দিয়ে মেরে ফেলতে পারে, বিস্ফোরক বিধায়ক

গতকাল নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই-র (CBI) হাতে গ্রেফতার হয়েছেন বাগদার বাসিন্দা রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছে সিবিআই। অন্যদিকে, সিবিআই হেফাজতে চন্দন মণ্ডলকে খুনের ছক কষা হতে পারে। একথা বলে জল্পনা বাড়িয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (BJP MLA Swapan Majumdar)। কারণ তথ্য প্রমাণ লোপাট করতে হবে।” বিধায়কের আশঙ্কা নিয়োগ দুর্নীতিতে চন্দন চুনোপুটি মাত্র। তবে তাকে জেরা করে অন্য বড় মাথা সামনে আসতে পারে, সেই কারণেই তাকে মেরে ফেলে তথ্য লোপাট করতে পারে তৃণমূল।

গাইঘাটার সুটিয়ায় বিজেপির একটি সভায় এই রকম সাঙ্গাতিক একটি আশঙ্খার কথা বলেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, চাকরি দুর্নীতির একটি গোড়া আমাদের মহাকুমায় আছে। তাঁর নাম চন্দন মণ্ডল। আজ তাঁকে সিবিআই গ্রেফতার করেছে

কিছুদিন আগে বগটুই ঘটনার অন্যতম অভিযুক্ত বড়শাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখের ভাই লালন শেখের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সিবিআইয়ের বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে দেখা গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এখন চন্দন মণ্ডলকে নিয়ে বিজেপি বিধায়কের এই মন্তব্য রীতিমতো উত্তাপ বাড়িয়েছে৷