রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতার জীবনাবসান, বয়স হয়েছিল ১০২ বছর

১০২ বছর বয়সে শরীর ত্যাগ করলেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা, প্রাতঃস্মরণীয় প্রবীণা সন্ন্যাসিনী ভক্তিপ্রাণা মাত।

নার্স হিসেবে জীবন শুরু করে তারপর স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ এর অধীনে রামকৃষ্ণ মিশনে যোগদান । তাঁর আসল কৃতিত্ব ১০ বেডের একটা ছোট ম্যাটার্নিটি হোম কে বড়ো আধুনিক হাসপাতালে রূপান্তরিত করা। অসংখ্য মেয়ের জীবনে আলো দেখিয়েছেন তিনি। তাদের জীবনের ব্রত করেছেন মানুষ ও সমাজক্যাণ। এগিয়ে নিয়ে গেছেন মেয়েদের শিক্ষাকে। এতো বছর আগেও আমাদের কুসংস্কারগ্রস্ত রক্ষণশীল সমাজ কিন্তু এদের আটকে রাখতে পারেনি।

ওনার বিদেহী আত্মার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। প্রভুর পাদপদ্মে ওনার বিদেহী আত্মা অমরত্ব লাভ করুক এই প্রার্থনা আমাদের সবার।