নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসাররা।

সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে তাঁর সেই স্বস্তি ক্ষণস্থায়ী হল।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে কুন্তল ঘোষ সংক্রান্ত নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে সরেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আজকে সেই মামলার শুননি হয়। সেখানে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, ‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়?’ পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দেন তিনি। তিনি কার্যত অভিষেককে জিজ্ঞাসাবাদের পক্ষেই সওয়াল করেন। এর আগে সুপ্রিম কোর্টে অভিষেক দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতি মামলায় তিনি যুক্ত নন। তাহলে তাঁকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে? তবে এবার অভিষেক এই মামলার পার্টি হতে চলেছেন। এবার তাঁকে এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতেই হবে।