যেখানে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে আর্থিক অবস্থা সংকটে সেখানে কি করে মমতার বাঁকুড়ার সভার খরচ ৭৮ লাখ টাকা হয়? প্রমান সহ টুইট শুভেন্দুর

১৭ ফেব্রুয়ারি বাঁকুড়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নত ধরনের স্টেজ তৈরি করা হয়। সবেমিলিয়ে মাত্র ৪০ মিনিটের সভায় জন্য খরচ হয়েছে ৩-৪ কোটি টাকা। প্রশাসনিক সভার নাম করে সরকারের মোট ৭৮ লাখ টাকা খরচ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার ওই সভার খরচের হিসেবে দিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিরার একাধিক ট্যুইট করে শুভেন্দু দাবি করেছেন, ওই সভায় লোক আনতে ৭০০ বাস আনা হয়। এসব করতে ৭৮ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও সভার জন্য মোতায়েন করা হয়ে ৮০০০ পুলিস, এই টাকা এল কোথা থেকে? রাজ্যের এই আর্থিক সংকটের সময়ে ওই টাকা কি এসেছে মিড ডে মিলের টাকা থেকে? ওই বিপুল টাকা খরচ করে ছাত্রছাত্রীদের রাজনৈতিক বক্তৃতা শুনতে বাধ্য করা হয়েছে। বাঁকুড়ার ডিএম এর কাছে এর ব্যাখ্যা চেয়েছেন শুভেন্দু।

শুভেন্দুর দাবি সাতশো বাস ভাড়া করে গরিব মানুষ ও পড়ুয়াদের ওই সভায় নিয়ে যাওয়া হয়। এর বিস্তারিত খরচের হিসেবও তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যের সরকারি প্রকল্পের জন্য কেন্দ্রীয় বরাদ্দের টাকায় সরকারি কর্মসূচির নামে দলীয় কর্মসূচি পালন করার পাশাপাশি অনেক সময়েই শাসকদল প্রিয় নীল সাদা রংয়ের মঞ্চ তৈরি করে কখনও সাংসদ তহবিলের টাকা আবার কখনও বা কেন্দ্রীয় প্রকল্পের টাকা বেআইনিভাবে অন্য খাতে খরচ করার গুরুতর অভিযোগ সামনে এনেছে গেরুয়া শিবির। এবার মুখ্যমন্ত্রীর বাঁকুড়ার প্রশাসনিক সভার পাহাড় প্রমাণ খরচের হিসাব প্রকাশ্যে শাসক দল তৃণমূলকে রীতিমতো বিপাকে ফেল