তাপস মন্ডলের বিপুল সম্পত্তির হদিশ

মানিক ভট্টাচার্য ঘনষ্ঠ তাপস মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সম্পত্তির তালিকায় রয়েছে বিলাসবহুল বাড়ি, যার মধ্যে একটি মূল্য ৩৬ লক্ষ টাকা। ইডির দাবি, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় জড়িত ছিলেন তাপসবাবু এবং সেখান থেকেই এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিলেন তিনি।

এছাড়াও রয়েছে ৪টি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ৬টি শিক্ষক প্রশিক্ষণ কলেজ আর এই কলেজকে ঘিরেই গড়ে উঠেছিল তাঁদের চাকরি বিক্রির চক্র। অযোগ্য প্রার্থীদের বেছে বেছে চাকরি দেওয়ার টোপ দেওয়া হত। সেই চাকরি বিক্রির টাকা তাপসের সঙ্গে ভাগ করে নিতেন মানিক এবং তাপস। মানিক ভট্টাচার্যে অ্যাকাউন্টে টাকা যেত তাপসের স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাকাউন্ট থেকে।