আজ শুভেন্দুর হাইভোল্টেজ সভা কাঁথিতে, কী বার্তা দেবেন বিরোধী দলনেতা?

আজ বিজেপির হাই ভোল্টেজ জনসভা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। দিল্লির ভোকাল টনিকে চাঙ্গা বিরোধী দলনেতা। ২০২৪-এ দু’লক্ষ ভোটে কাঁথিতে জেতার স্বপ্ন এখন থেকেই। কী ধামাকা ২১-এর এই কাঁথির সভায়? গতকাল রাত্রিবেলা শেষ হয়েছে মেগা-শো-এর প্রস্তুতি।

এদিন সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে বিরোধী দলনেতার হাইভোল্টেজ সভার জন্য। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল ৬:৩০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মাইকের ব্যবহার করা যাবে। তাই ইতিমধ্যেই গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছে গেরুয়া পতাকা ও মাইকে। কাঁথি শহরের রেল স্টেশন সংলগ্ন মাঠে এদিনের জনসভা হবে। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রস্তুতি।

গতকালই বিজেপির সভা মঞ্চ পরিদর্শন করেছেন বিজেপির জেলা নেতৃত্বরা। প্রস্তুতিতে যাতে কোনরকম ফাঁকফোকর না থাকে সে বিষয়ে খতিয়ে দেখেছেন তারা। দলীয় কর্মী সমর্থকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পন্ডিত এবং সহ-সভাপতি অসীম মিশ্র।