“চাকরি উত্সবের থেকে জরুরি নয়” মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের, দেখুন সেই ভিডিও

“চাকরি উৎসবের চেয়ে জরুরি নয়। উত্সবের লক্ষ লক্ষ মানুষ যুক্ত। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

“চাকরি উৎসবের চেয়ে জরুরি নয়। উত্সবের লক্ষ লক্ষ মানুষ যুক্ত। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
“চাকরি উত্সবের থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না, উত্সবের লক্ষ লক্ষ মানুষ যুক্ত, ওই কাটা মানুষের জন্য উত্সব থিম থাকবে না”, এই রকম একটি মন্তব্য করেছেন মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়।

চারিদিকে ধিক্কার জানছে এই বর্ষীয়ান নেতাকে এই মন্তব্যের জন্য।

তাহলে কি চাকরি প্রার্থীরা কি এই রাজ্যের বাসিন্দা নয়।। যদি উনি সবার কথা ভাবতে পারেন, তবে কেন এই কটা ছেলেমেয়ের কথা ভাবছেন না? তাদের দাবি মেনে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। একজন চাকরি প্রার্থীর উত্তর ।

বিজেপি এর তীব্র নিন্দা জানিয়েছে , একজন বিজেপির কর্মকর্তা বলেন, মানুষ এর কাছে চাকরি না থাকলে তারা উত্সব করবে কি করে? ৫০০ টাকার ভাতা আর কুড়ি টাকার পাউচ দিয়ে। আপনিও তো চাকরি করতেন , চাকরি না করে শুধুমাত্র উৎসবে মেতে থাকলেই তো পারতেন। সাংসদ হিসেবে কত টাকা ভাতা পান? অন্যান্য সুযোগ-সুবিধা ধরে কত টাকা খরচা হয় আপনার পিছনে সরকারের? সেগুলো নেওয়ার দরকার কি আছে?