আসছে তিনটি ঘূর্ণিঝড়! গোটা বাংলা ভাসিয়ে পুজোর আনন্দও মাটি করতে

Cyclone

আর মাত্র কয়েকটা দিন। তারপরই দুর্গাপুজো। সেপ্টেম্বর থেকেই আম বাঙালির শুরু হয়ে যাবে পুজোর কেনাকাটা।। আর পসরা তৈরি সাজিয়ে দোকানিরাও। কিন্তু তারই মধ্যে আশঙ্কার খবর দিল আকাশ। সেপ্টেম্বর মাসে রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। যার জেরে পুজোর বাজার যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে তেমনি পুজোর আনন্দও মাটি হতে পারে।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার পূর্বাভাস অনুসারে, সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর গতিবিধি বাড়বে। যার জেরে বঙ্গোপসাগরে ৩ – ৫টি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার মধ্যে ২ – ৩টি ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে। এই নিম্নচাপগুলির গন্তব্য হতে পারে পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহে তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়। তবে তার গতিমুখ সম্পর্কে এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে কম বা স্বাভাবিক বৃষ্টি হতে পারে পশ্চিমঙ্গে। পুজোতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।