আজ মহাষষ্ঠী

আজ মহা ষষ্ঠী

আজ কৈলাশ ছেড়ে বাপের বাড়ি পা রাখবেন উমা৷ আনুষ্ঠানিকভাবে বাঙালির দুর্গাপুজোর শুভারম্ভ৷

সেই ত্রেতাতে এই দিনেই মাকে জাগিয়েছিলেন রামচন্দ্র৷ পুরাণমতে এইসময় দেবদেবীরা ঘুমিয়ে থাকেন৷ সূর্যদেবও দক্ষিণায়নে৷ এমন সময়ে রাবণবধের জন্য দেবতাদের জাগিয়ে তোলা জরুরী হয়ে পড়ল রামচন্দ্রের৷ তিনি তাই অকালবোধন করলেন৷ আর এই ষষ্ঠীর দিনেই তিনি পুজোয় দেবী দুর্গাকে জাগিয়ে তোলেন৷ তাই এইদিনই দুর্গাপুজোর আরম্ভ৷ কল্পারম্ভের মাধ্যমে সূচনা হয় পুজোর৷ তারপর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে মাকে বরণ করে নেওয়া৷ বোধনেই মায়ের মুখ উন্মোচন করা হয়৷