মমতার মিথ্যার মোহজাল কাটিয়ে সংখ্যালঘুরা পঞ্চায়েতে BJP-র প্রতীকে; সংখ্যাটা চমকে দেওয়ার মতো

পঞ্চায়েতে BJP-র দলে দাঁড়ানোর জন্য সংখ্যালঘু প্রার্থীদের সংখ্যাটা চমকে দেওয়ার মতো ।

আসন্ন পঞ্চায়েত ভোটে তিনটি স্তর মিলিয়ে বিজেপি (BJP) এবার ৬৫০ জন সংখ্যালঘু প্রার্থী দিয়েছে। পদ্ম শিবিরের দাবি, সংখ্যাটা আরও বাড়ত। কিন্তু, তৃণমূলের ভয়েই সেটা হয়নি।

গেরুয়া শিবিরে ভরসা পাচ্ছে সংখ্যালঘুরা। আস্থা রাখছে পদ্মের ওপর। বিজেপি নেতারা কিন্ত বরাবরই বলে এসেছেন যে বিজেপি কখনওই মুসলিম (Muslim) বিরোধী নয়।

কিছুদিন আগে বাংলায় এসে মিঠুন চক্রবর্তীও একই কথা বলেছেন। মিঠুনের দাবি ছিল, মুসলিমরা ভোট দিয়েছিলেন বলেই এত আসনে জিততে পেরেছিল বিজেপি। তাঁর আরও দাবি, মুসলিমদের এতদিন মিথ্যা বোঝানো হয়েছিল। সে ভুল ভাঙছে। তবে এবার সত্যিই পদ্ম শিবিরের প্রতি আস্থা রাখতে শুরু করেছে রাজ্যের সংখ্যালঘুরা। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) বহু সংখ্যালঘু প্রার্থীর কথা তুলে সেটাই যেন বলতে চাইছেন বঙ্গ বিজেপির নেতারা। সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে রাখা যাবে না আর।

বিজেপি সূত্রের খবর প্রার্থীদের মধ্যে যুবক ও মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি। আর এই চিত্র দেখে বেজায় খুশি বিজেপি নেতারা।