SSC গ্রুপ ডিতে ২,৮১৯ জনকে চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ অভিজিত গঙ্গোপাধ্যায়ের! কমিশনকে ২৪ ঘন্টা সময় দিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়

ওএমআর শিট বিকৃত করে নিয়োগ পাওয়া ২৮১৯ জনের চাকরি (2819 Group D workers) বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি (Justice Abhijit Ganguly)।

SSC গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় SSC আদালতকে জানায় ৬,৮৯৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মধ্যে ২৮১৯ জনের নিয়োগে গরমিল রয়েছে। এর পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন। বলেন, এদের নাম, বাবার না ও ঠিকানাসহ তালিকা শুক্রবারের মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এব্যাপারে কোনও গাফিলতি বরদাস্ত করবে না আদালত।

স্কুলে গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় ২৮২০ জনের চাকরি বাতিল করতে এসএসসি ও বোর্ডকে শুক্রবার বেলা ১২ টার মধ্যে চূড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চআদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনের পর্যবেক্ষণে বলেন, ‘যারা এতদিন আইন মানেনি তাদের চাকরিতে রাখা যাবে না আর একদিনও।’ শুক্রবার বেলা ১২ টায় এসএসসি-র হলফনামা দেখার পর এই মামলায় পরবর্তী নির্দেশ দেবে আদালত। আইনজীবী মহল মনে করছে, এসএসসি হলফনামা দিয়ে এই সব কর্মীদের বেআইনি নিয়োগ হয়েছে তা জানানোর পরই আদালত তাদের বরখাস্তের চূড়ান্ত নির্দেশ দিতে পারে। গ্রুপ ডি কর্মী হিসেবে ৪৪৮৭ জনকে নিয়োগ করেছিল এসএসসি। তাঁদের মধ্যে ২৮২০ জনকে নিয়ম না মেনেই চাকরি দেওয়া হয়। এমন এদিন আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।