DA Hearing Supreme Court Update : রাজ্যের ডিএ মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি। আগামী ২৪ এপ্রিল (সোমবার) শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানির দিন ধার্য করেছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।

চলতি মাসের ২৪ তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এদিকে, ডিএ আন্দোলনকারীরা আশা করেছিলেন মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরপ সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। কিন্তু সেটাও হয় নি আজ । তাই রাষ্ট্রপতিকে ইমেল করে নিজেদের দাবিদাওয়া জানিয়েছেন আন্দোলনকারীরা। পরবর্তীকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সময় চেয়ে দেখা করবেন বলে জানিয়েছেন তাঁরা।

ডিএ আন্দোলনের মূল উদ্যোক্তা সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ”রাষ্ট্রপতির অফিস থেকে জানানো হয়েছে, তাঁর ব্যস্ত শিডিউল রয়েছে। তাই এখনই আমাদের সময় দিতে পারবেন না। তবে আগামী সপ্তাহে উনি সময় দেবেন। তখন আমরা দেখা করব। এছাড়া উপরাষ্ট্রপতি ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা আছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই মঞ্চে আসবেন বলে জানিয়েছেন। এছাড়া দিল্লিতে এসে আমরা অনেকের সমর্থন পেয়েছি। আন্দোলন আরও চলবে। আমাদের একটা দল আজ ফিরে যাবে। আরেকদল থাকবে। অর্থমন্ত্রী বা অর্থসচিবের সঙ্গেও আমরা দেখা করব।”

বকেয়া মহার্ঘভাতা ছাড়াও একাধিক দাবি রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের। শূন্যপদ পূরণ, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ ইত্যাদি। সেসব আদায়ের জন্য দিল্লিতে তাঁদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।