৯১ কেজি থেকে ৯৫ কেজি ওজন বেড়ে যাওয়া অনুব্রতর ফিসচুলা নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই, জানালেন চিকিৎসকরা

অনুব্রতর সব রকমের শারীরিক পরীক্ষাও করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। কোনও কঠিন শারীরিক সমস্যা দেখতে পাননি চিকিৎসকেরা।

ফিসচুলার সমস্যা কষ্ট দিচ্ছে, একথা শুনেই চিকিৎসায় জোর দেওয়ার কথা বলেছিলেন আসানসোল সিবিআই আদালতের বিচারক। শনিবার সকালেই তাঁকে জেল থেকে নিয়ে যাওয়া হল আসানসোল হাসপাতালে।

হাসপাতালের সুপার জানান, যে চিকিৎসকেরা পরীক্ষা করেছেন, তাঁরা লিখে দিয়েছেন ফিসচুলা নিয়ে তেমন কোনও উদ্বেগের কারণ নেই। স্বাস্থ্য পরীক্ষার পর আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল দাস জানান, অনুব্রতর পালস রেট- ৮২, রক্তচাপ ছিল ১০৬/৮০, অক্সিজেন মাত্রা ৯৬ শতাংশ, ওজন ৯৫ কেজি। আগে ছিল ৯১ কেজি। ভালো মন্দ খেয়ে ৪ কেজি ওজনও বেড়েছে ।