‘মানিক বাবু লোক পাঠাতেন আমার কাছে টাকা নেওয়ার জন্য’ ইডির অভিযোগেই সিলমোহর দিলেন তাপস মণ্ডল

Tapos Mandol

আজ দুপুর ১১.৪০ মিনিটে সল্টলেকে সিজিও কমপ্লেক্স আসেন তাপস কুমার মণ্ডল। আজ তিনি জানান অফলাইনের মাধ্যমে মানিকবাবুর কাছে ৫০০০ টাকা করে যেত বলে তিনি অত্যন্ত চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেন, ‘যে মানিকবাবু লোক পাঠিয়ে টাকা নিতেন তার অফিস থেকে’।

বুধবার ইডি (ED) হাজিরায় সাড়া দিতে গিয়ে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক তাপস মণ্ডল। কেন্দ্রীয় সংস্থার সিজিও কমপ্লক্সের (CGO Complex) অফিসে এদিন সকাল ১১টা নাগাদ হাজিরা দেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। অপসারিত পর্ষদ সভাপতির মহিষবাথানের অফিস সংক্রান্ত একাধিক নথি নিয়ে তাপসবাবুকে হাজিরা দিতে বলেছিল ইডি। এ প্রসঙ্গে উল্লেখ্য, মানিক গ্রেফতারির পর তিন বার তাপস মণ্ডলকে ডেকেছে ইডি। গত মাসের শেষে একবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তাপস। নিয়োগ দুর্নীতি-কাণ্ডে লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন তাপস মণ্ডল।

তাপস মণ্ডলের বয়ান অনুযায়ী ‘অফলাইনে ভর্তির টাকা এবং নথি নিতে মহিষবাথানের অফিসে লোক পাঠাতেন মানিক ভট্টাচার্য। আমরা স্টাফরা এমনটাই বলেছেন। উনি যখন লোক পাঠাতেন টাকা মানিক ভট্টাচার্যের কাছে যেত। ছাত্রপিছু ৫ হাজার টাকা পাঠানো হতো।’ পাশাপাশি এদিন তিনি জানান, শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে যে নথি তাঁর কাছে চাওয়া হয়েছিল, সেই সেই নথি তিনি নিয়ে এসেছেন। এর আগেও কিছু নথি তিনি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিয়েছেন।

B.ED এবং D.EL.ED কলেজে ভর্তির ‘বেনিয়ম’-এর ইঙ্গিত খানিকটা তাপস মণ্ডলের স্বীকারোক্তির মাধ্যমে বেড়িয়ে আসল। এমনটাই অনুমান একাংশের।