মমতা সরকারের দাবি ৭৩০০ কোটি টাকা, সেই দাবিতে রীতিমতো জল ঢেলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক লোকসভায় জানাল বকেয়া পাওনার পরিমাণ ৩২০২ কোটি টাকা

অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছিলেন একশো দিনের কাজে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ ৬৫৬১ কোটি টাকা। আবার কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় লোকসভায় দাবি করেছিলেন, একশো দিনের কাজে পশ্চিমবঙ্গের বকেয়া অর্থের পরিমাণ ৭৩০০ কোটি টাকা। তবে রাজ্যের সেই সমস্ত মিথ্যা দাবিতে রীতিমতো জল ঢেলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক লোকসভায় জানাল, একশো দিনের কাজে পশ্চিমবঙ্গের বকেয়া ৩২০২ কোটি টাকা!

একাধিক বার প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওনা বিষয়ক বিভিন্ন চিঠিও তুলে ধরে তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরই গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, রাজ্যগুলির প্রায় ৭,৬৫৪ কোটি টাকা পাওনা রয়েছে। তাতে পশ্চিমবঙ্গের বকেয়া পাওনার পরিমান ৩২০২ কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ পাওনার পরিমাণ ২৭৪৪ কোটি টাকা। বাকিটা যন্ত্রপাতি, সরঞ্জামের জন্য।