‘‘জল খুব গরম আছে, হাত পা পুড়ে যাবে।’’মমতা সরকারে বিরুদ্ধে রাজ্যবাসীর ক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ

গত ক’দিন জেলা সফরে ছিলেন দিলীপ ঘোষ ৷ রবিবার রাতেই কলকাতায় ফিরে এদিন সকালে হাজির হয়েছিলেন ইকোপার্কে৷ সেখানেই একথা বলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি৷ ‘ ‘জল খুব গরম আছে, হাত পা পুড়ে যাবে’

প্রতিবাদ করলেই কাউকে মাওবাদী বানিয়ে দিচ্ছেন। কাউকে কামতাপুরি বানিয়ে দিচ্ছেন। কাউকে গোর্খা করে দিচ্ছেন। দুর্নীতির ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। একজন কর্মীও যদি প্রতিবাদ করে, তার কথা শুনতে হবে তো। ববি বাবু কি পুরসভায় বসে দেখে নিলেন, কে প্রতিবাদ করছে? এধরনের চালাকির কথা বলবেন না। জল খুব গরম আছে। হাত পা পুড়ে যাবে।’’ মন্তব্য দিলীপ ঘোষের।

দুয়ারে পঞ্চায়েত ভোট৷ হাজারও কেলেঙ্কারিতে জর্জরিত শাসক৷ ক্ষোভের আগুনে ফুটছে সাধারণ মানুষ৷ পরোক্ষে দিলীপ সেটাই বোঝাতে চেয়েছেন বলেই মত ওয়াকিবহাল মহলের৷