‘হামকো কোয়ি টকরায়েগা, ও চুর চুর হো যায়ে গা’, বিজেপির উদ্দেশ্যে হুমকি মমতার

    এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও কেন্দ্রের পাঠানো বিভিন্ন দল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী।
    বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ বাড়াতে চাইছে কেন্দ্র। সোমবার নবান্ন থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ” খালি হামকো নেহি, অরবিন্দ কেজরীবালকো টকরায়া।

    এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটের পর হিংসার নাম করে, যদিও সে সময় নির্বাচন কমিশনের আওতায় ছিল সরকার, আমার আওতায় ছিল না, কয়েকটা ছোট ছোট ঘটনা ঘটেছিল। ভোটের পর ঘটেই থাকে সব জায়গায়। বাংলার বেলায় সব দোষ। আমি দায়িত্ব নিয়েছিলাম ৫ মে সম্ভবত। তার পর আর ঘটনা ঘটেনি। খুব কম ঘটেছে। তা সত্ত্বেও ১৫১টা সেন্ট্রাল টিম পাঠিয়েছে। আমার শ’য়ে শ’য়ে ছেলে, যাঁরা আমাদের পার্টির আসল গ্রাসরুট ওয়ার্কার, লিডার অব দ্য পার্টি মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হয়েছে, মিথ্যা কথা বলে রোজ মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। পরিকল্পনা করে করা হচ্ছে।”

    এই আবহে তিনি বিজেপির উদ্দেশ্যে হুমকি দেন , “হামকো কোয়ি টকরায়েগা, ও চুর চুর হো যায়ে গা।”