যুব তৃণমুল সভাপতির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ মালদহের বামনগোলায় পদত্যাগ পঞ্চায়েত প্রধান সহ ১২ জন সদস্যের

পঞ্চায়েত ভোটের মুখে মালদহের বামনগোলায় প্রকাশ্যে এল তৃণমুলের গোষ্ঠী কোন্দল। পদত্যাগ করলেন পঞ্চায়েত প্রধান সহ ১২ জন সদস্য ।

পঞ্চায়েত ভোটের মুখে মালদহের বামনগোলায় প্রকাশ্যে এল তৃণমুলের গোষ্ঠী কোন্দল। পদত্যাগ করলেন পঞ্চায়েত প্রধান সহ ১২ জন সদস্য । যুব তৃণমুলের বিরুদ্ধে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার প্রতিবাদে পদত্যাগ বলে দাবি প্রধানের ।

তৃণমূলের সদস্য হয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযো। ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) কাছে পদত্যাগের চিঠি জমা দিলেন বামনগোলা ব্লকের মদনাবতী গ্রামপঞ্চায়েতের প্রধান রানু বিশ্বাস রায়-সহ ১২ জন সদস্য। যুব তৃণমূলের ব্যানার দিয়ে এলাকা সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন প্রধান। এমনকী পঞ্চায়েতের দুই সদস্যকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও স্থানীয় যুব নেতৃত্বও জানিয়েছে, এখানে তাদের কোনও ভূমিকাই নেই। এক যুবনেতার কথায়, পারিবারিক বিবাদের জেরে গোলমাল হয়েছে। অকারণে তাঁদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে। বিরোধীদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় গোষ্ঠীকোন্দলে জড়িয়ে পড়ছে শাসকদল। মদনাবতীর ঘটনা তার ব্যতীক্রম নয়।