নামে-বেনামে ১০০ গাড়ি তৃণমূলে যুবনেতা কুন্তল ঘোষের !

কুন্তল সম্পর্কে বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডির (Enforcement Directorate)। নামে-বেনামে কমপক্ষে ১০০টি বিলাসবহুল গাড়ির মালিক কুন্তল। নিয়োগ দুর্নীতিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এই কুন্তল।

ইডি সূত্রে দাবি, কুন্তলের সেই শতাধিক গাড়ি গুলি বিভিন্ন প্রভাবশালীকে ‘উপহারস্বরূপ’ দিতেন যুবনেতা। তবে কারা সেই প্রভাবশালী! কতজনকে উপহার দিয়েছেন কুন্তল? দামী উপহারের বিনিময়ে কুন্তল কী পেতেন?

ইডির অভিযোগ, কুন্তলের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬ কোটি ৫০ লক্ষ টাকারও বেশি নগদে জমা করেছিলেন। ওই দু’টিই বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। যার একটি নেতার নিজের নামে। এবং অন্যটি তার নাবালিকা কন্যার নামে। ওই দুটি অ্যাকাউন্টেই ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বিপুল পরিমান টাকা জমা পড়েছে। একদিকে যেখানে কুন্তল আদালতে দাবি করেছে তার কোনো সম্পত্তি নেই সেখানে ইডির দাবি বিপুল পরিমান স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এই অভিযুক্ত কুন্তল।