তাপস রায়ের পাশে দাঁড়িয়ে সুদীপকে “বুড়ো খোকা” কটাক্ষ মদনের

তমোঘ্নের বাবা তপন ঘোষ সুদীপের ছোটবেলার বন্ধু। প্রতিবছর পুজোর সময়ে ওদের বাড়িতেযান তিনি। এবারও গিয়েছিলাযেন , ১০ মিনিট ছিলেন।সেই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিধায়ক তাপস রায়। তাপস রায়ের বিস্ফোরক অভিয়োগ, ‘তমোঘ্নের বাবা তপন ঘোষ সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের সচিব। তমোঘ্নকে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ। টিএমসিপির সভাপতি করার কথা বলেছিলেন। দুর্গাপুজোর সময়ে তমোঘ্নের বাড়িতে যান সুদীপ। তৃণমূল বিধায়কের আরও বক্তব্য, ‘কে কার ব্যক্তিস্বার্থে কী করছে, জানি না। অনেকেই একাধিক দলের সঙ্গে যোগাযোগ রাখেন। দলনেত্রীকে ব্যক্তিস্বার্থে ব্য়বহার করেন।’

সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ইস্যুতে এবার আসরে নামলেন মদন মিত্র।

সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ইস্যুতে তাপস রায়ের পাশে মদন মিত্র। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়িতে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সেই যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপস রায়। যার জবাবে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘আমি বিজেপি নেতার বাড়িতে আবার যাব। যতবার ইচ্ছে ততবার যাব।’ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের এই মন্তব্যেরই সমালোচনা করেছেন মদন মিত্র। তিনি বলেন, ‘সুদীপের এই মন্তব্য শিষ্টাচার বিরোধী। সুদীপ খুব সিনিয়র লিডার। কিন্তু তৃণমূলের হুইপ ছাড়া জেতা মুশকিল।’