বারাসত জেলা হাসপাতালের বাইরে ভ্রাম্যমাণ গাড়িতে চলছে ১ টাকার খাবারের ক্যান্টিন

মাত্র ১ টাকায় পেট ভরা খাবার। বারাসত জেলা হাসপাতালের বাইরে ভ্রাম্যমাণ গাড়িতে চলছে এই ক্যান্টিন।

এক টাকার মেনুতে আছে মাছ-ভাত, ডিম-ভাত, এমনকী নিরামিষ থালি ভাত-পনিরের তরকারি থেকে আলু-পটলের ডালনাও। মাত্র এক টাকার বিনিময়ে পেট ভরা খাবার যুগিয়ে শোরগোল ফেলে দিয়েছে বারাসতের এই ‘এক টাকার ক্যান্টিন’।

বারাসত জেলা হাসপাতালের বাইরে ৩৫ নম্বর জাতীয় সড়কের ধারে গত ৭ মাস ধরে মানুষের জন্য পরিষেবা দিয়ে চলেছে এক স্বেচ্ছাসেবী সংগঠন। শুধুমাত্র বারাসত হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয়দের জন্য এই ব্যবস্থা। বারাসত হাসপাতালে ভিতরে এই ক্যান্টিন চালানোর অনুমতি না পাওয়ায় রাস্তার পাশেই ভ্রাম্যমাণ গাড়িতে এই ক্যান্টিন চালু হয়েছে।

প্রতিদিন এখানে দুপুর ১২ টা থেকে ২টো পর্যন্ত ১টাকায় দুপুরে পেটভরে খাবার খাওয়া যাবে।

উদ্যোগের কারণ হিসেবে সংগঠনের চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান, হাসপাতালে অনেক দুর দুরান্ত থেকে রোগী আসে চিকিৎসা করাতে। সেই সব মানুষদের জন্যই এই পরিকল্পনা। অনেকেরই একটাকার ক্যান্টিন অজানা,আর যাদের নজরে পরছে তাদের কাছে বিষয়টি অবাক লাগছে এবং সে খাবার খেয়ে উপলব্ধি করছে। যারা এখানে নিয়মিত খায় তাদের কাছে তো খুবই ভালো, কিন্তু যারা নতুন খাচ্ছে তারা জানান খাবারের গুণগত মান যথেষ্ট ভালো।ভাত লাগলে ভাতও আবার দিচ্ছে, তার জন্য কোন অতিরিক্ত টাকা দিতে হয় না।