পশ্চিমবঙ্গে রাম নবমীর হিংসার তদন্ত রাজ্য পুলিশ নয়, তদন্ত করবে NIA, নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাম নবমীতে (Ram Navami) হাওড়া এবং ডালখোলায় যে অশান্তি শুরু হয়, তার তদন্ত এবার করবে NIA। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই রাম নবমীর হিংসা নিয়ে তদন্ত করবে বলে জানানো হয় কলকাতা হাইকোর্টের তরফে। কলকাতা হাইকোর্টের বিচারক টি এস শিভাঙ্গনমের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, রাম নবমীতে হাওড়া, ডালখোলায় যে হিংসা ছড়ায় তার তদন্ত এতদিন পর্যন্ত করছিল রাজ্য পুলিশ। এবার রাজ্য পুলিশের তরফে সমস্ত তদন্তভার এবং প্রয়োজনীয় কাগজপত্র NIA-এর হাতে তুলে দিতে হবে বলে জানানো হয় কলকাতা হাইকোর্টের তরফে।

কলকাতা উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, দু’সপ্তাহের মধ্যে ওই অশান্তির ঘটনা নিয়ে যাবতীয় তথ্য এনআইএ-র হাতে তুলে দিতে হবে। হাওড়ায় রাম নবমীতে অশান্তির ঘটনা ঘটতেই পরদিন আদালতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই তদন্তের দাবি করেন। তাঁর দাবি, এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। তাই এই বিষয়ে উচ্চ আদালত হস্তক্ষেপ করুক।

বৃহস্পতিবার সেই মামলার রায়েই এনআইএ তদন্তের নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।